বিআরটি প্রকল্পের গার্ডার ধসের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি
রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের (বিআরটি) গার্ডার ধসে পড়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৪ মার্চ) দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি জানিয়ে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি কারিগরি বিজ্ঞানের সঙ্গে যুক্ত। হুট করে বলা যাবে না কী কারণে দুর্ঘটনা ঘটেছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমানকে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলা আক্তার ও যুগ্ম সচিব আনিসুর রহমান দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে রোববার সকালে গার্ডার ধসে পড়ার ঘটনাটি ঘটে। ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মোট ছয় জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে তিন জন চীনা নাগরিক ও বাকিরা বাংলাদেশি। আহতরা সবাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে পাঁচজন আশঙ্কামুক্ত। একজনের অবস্থা আশঙ্কাজনক।
পিএসডি/আরএইচ