চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নদীর কর্ণফুলী থানা এলাকার দক্ষিণ পাড় সংলগ্ন এস আলমের ২ নম্বর জেটির পাশ থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল উল্লাহ বলেন, মৃত ব্যক্তির পরনে একটি নীল রঙের ফুল হাতা ছেড়া গেঞ্জি ও নেভি ব্লু কালারের হাফ প্যান্ট ছিল। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআর/এসএসএইচ/