ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে অমর একুশে বইমেলা ২০২৩ শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ২১ দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, বইমেলা উপলক্ষে ৬ ফেব্রুয়ারি বিকেলে সিজেকেএস জিমনেশিয়াম প্রাঙ্গণে উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হবে। এরপর একই স্থানে সংবাদ সম্মেলন হবে। সেখানে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বিস্তারিত জানাবেন।

তিনি আরও বলেন, এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন করা হবে।

এমআর/এসএসএইচ/