চট্টগ্রামে প্রতিবেশীর মারধরে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবেশীর মারধরে বাদশা মিয়া (৪২) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাবুব আলমকে (৪৫) আটক করেছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, মাহবুব সকালে পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে জমিতে সেচ দিচ্ছিলেন। এতে বাদশা মিয়া বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে বাদশা আহত হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।
এমআর/এসকেডি