ছুটির দিনে মেলায় নতুন ৯৬টি বই প্রকাশ
অমর একুশে বইমেলার তৃতীয় দিনে নতুন ৯৬টি বই প্রকাশিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন মেলা বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলমান ছিল। এর মধ্যে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সূত্রে এসব তথ্য জানা গেছে।
একাডেমির তথ্যমতে, অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত মোট ১১৭টি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে দ্বিতীয় দিনে (বৃহস্পতিবার) মোট ২৭টি নতুন বই প্রকাশিত হয়। আর তৃতীয় দিনে প্রকাশিত হয়েছে ৯৬টি বই। এসব বই নিয়ে ‘লেখক বলছি’ অনুষ্ঠানে আলোচনা করেন আহমদ বশীর, সুজন বড়ুয়া, রাজীব সরকার ও হারিসুল হক।
বিজ্ঞাপন
মেলার তৃতীয় দিনে প্রকাশিত বইগুলো দেখতে ক্লিক করুন এখানে
এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঐতিহ্যবাহী এ বইমেলার উদ্বোধন করেন। বিকেল ৩টায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি।
এমএসআই/ওএফ