রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শুক্রবার(৩ ফেব্রুয়ারি) ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল হোসেনের ছেলে স্বপন ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। রাত আনুমানিক আড়াইটায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আমার বাবা আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটায় আমার বাবা মারা যান। আমাদের বাসা হাজারীবাগ থানার ১১৫ গজ মহল রোডে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে হাজারীবাগ এলাকার আল আরাফা ব্যাংকের সামনে একটি ট্রাকের ধাক্কায় আবু হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আমরা আশপাশের সিসি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করছি।

এসএএ/কেএ