রাজধানীর বাড্ডা-রামপুরা সড়কে শনিবার (১৩ মার্চ) বিকেল থেকে কিছুটা যানজট থাকলেও সন্ধ্যার পর তীব্র আকার ধারণ করেছে। মূলত মেট্রোরেলের (লাইন-১) ইউটিলিটি ভেরিফিকেশনের জন্য মেরুল বাড্ডা অংশে রাস্তা খুঁড়ে কাজ করা হচ্ছে। ফলে নতুন বাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত যানবাহনের ধীর গতি থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নতুন বাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত প্রতিটি যানবাহনকে কখনও থেমে থেমে কখনও খুবই কম গতিতে চলতে হচ্ছে। যে কারণে প্রতিটি যানবাহন নতুন বাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টাও সময় লেগে যাচ্ছে।

হঠাৎ এমন যানজটের কারণ জানতে চাইলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সার্জেন্ট নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, মূলত মেট্রোরেল ইউটিলিটি ভেরিফিকেশনের কাজের জন্য মেরুল বাড্ডায় রাস্তা খোঁড়া হয়েছে। সেখান থেকেই যানজটের সৃষ্টি। বিকেল থেকে যানজট সৃষ্টি হলেও রাত ৮টার দিকে যানজট পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। এছাড়া রাত ১০টার পর দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক, লরি প্রবেশের কারণে যানজট আরও বেড়ে গেছে।

মেরুল বাড্ডায় গিয়ে দেখা যায়, রাস্তার একটি অংশ খুঁড়ে সেখানে কাজ চলছে। মেট্রোরেলের ইউটিলিটি ভেরিফিকেশনের জন্য রাস্তার একপাশের কিছু অংশ চারদিকে ঘিরে রাখা হয়েছে। সেই সঙ্গে প্রধান সড়ক খুঁড়ে ফেলায় রাস্তার কিছু অংশ সরু হয়ে গেছে। ফলে ওই স্থান দিয়ে প্রতিটি যানবাহনকে খুব ধীরগতিতে পার হতে হচ্ছে।

মেট্রোরেলের (লাইন-১) কাজে নিয়োজিত এরশাদ আলী নামের একজন জানান, মেট্রোরেলের ইউটিলিটি ভেরিফিকেশনের কাজের জন্য মেরুল অংশে রাস্তার কিছু অংশ গতকাল (শুক্রবার) খোঁড়া হয়েছে। তারপরও যান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু আজ সেই খোঁড়া অংশ ঘিরে ফেলে কাজ করার পর থেকেই যানজট সৃষ্টি হয়েছে। বিকেল থেকে যানজট অল্প থাকলেও রাতে বেড়েছে।

এই রুটে চলাচলকারী ভিক্টর বাসের চালক মকবুল হক জানান, নতুন বাজার থেকেই যানজট শুরু হয়েছে। নতুন বাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত প্রতিটি গাড়ি আসতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।

যমুনা ফিউচার পার্কের সামনে থেকে বাড্ডা লিংক রোড এলাকায় ফিরছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাব্বির আহমেদ। কিন্তু অতিরিক্ত যানজটের কারণে তিনি সুবাস্তুর সামনে বাস থেকে নেমে বাকি পথ পায়ে হেঁটেই ফিরেছেন। তিনি বলেন, বাস থেমে থেমে চলছিল। তাই অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটেই বাসায় ফিরছেন।

এএসএস/ওএফ