আটক ছিনতাইকারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির ক্যান্টিনের সামনে থেকে ছিনতাই করার সময় হাতেনাতে বিপ্লব (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা এক বৃদ্ধার কানের দুল ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

ছিনতাইয়ের শিকার ৭০ বছরের বৃদ্ধা জায়েদা বেগম জানান, ঢাকা মেডিকেলের নতুন ভবনের পাশে এলে সে আমার কাছ থেকে বিভিন্ন কথা বলে আমার কানের দুল ও নগদ ২২০০ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশ ক্যাম্পে দিয়ে দেয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, প্রায়ই ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটে। সারা দেশ থেকে এখানে রোগীরা চিকিৎসা করাতে আসেন। একটি চক্র অসহায় এসব মানুষদের টার্গেট করে বিভিন্ন কৌশলে তাদের কাছে থাকা টাকা ও স্বর্ণ হাতিয়ে নেয়। এমন একটি ঘটনায় আজকে বিপ্লব নামে এক ছিনতাইকারীকে আটক করে লোকজন আমাদের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ওই বৃদ্ধার দুটি কানের দুল ও নগদ ২২০০ টাকা উদ্ধার করা হয়। আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি।

এসএএ/জেডএস