উদ্ধার হওয়া কিশোর জাহিন

রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণী পড়ুয়া নিখোঁজ কিশোরকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত বৃহস্পতিবার (১১ মার্চ) নিখোঁজ ওই কিশোরের বাবা খায়রুল হাসান লিখিত অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যেই ছেলে খালিদ বিন হাসান জাহিনকে (১৪) খুঁজে বের করে র‍্যাব-২ এর একটি দল।

বাবা খায়রুল হাসান র‍্যাব-২ এর বরাবর অভিযোগ করেন, ‘তার ছেলে খালিদ বিন হাসান জাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন মসজিদে কোরআন শেখার পর সেখান থেকে বন্ধুদের সঙ্গে খেলতে যেত জাহিন। ১১ মার্চ কুরআন শিখতে গিয়ে সে আর বাসায় ফিরেনি। তার সঙ্গে থাকা মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।’

পরে বন্ধু, আত্মীয়-স্বজন সবার বাসায় খোঁজ করেও ছেলের কোনো খবর না পেয়ে খায়রুল হাসান ফেসবুকে নিখোঁজের একটি পোস্ট দেন এবং র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেন।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে খালিদ বিন হাসান জাহিনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র‍্যাব। শুক্রবার বিকেলে আরামবাগের ঘরোয়া রেস্তোরা অ্যান্ড হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানেই পরিবারের সদস্যদের ডেকে জাহিনকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জাহিনের বাবা খায়রুল হাসান জানান, অসৎ বন্ধুদের প্ররোচনায় জাহিন বাসা থেকে পালিয়ে গিয়েছিল।

জেইউ/এমএইচএস