চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত দুই বোন হলেন- রহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)। তারা থানার বন্দরটিলা আয়শার মার গলি এলাকার বাসিন্দা।

মৃতদের আরেক বোন নাজমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ছারপোকা তাড়াতে ঘরে ওষুধ দেয় দুই বোন। এরপর খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে তারা। ঘুমানোর কিছুক্ষণ পর থেকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরদিন (বৃহস্পতিবার) সকালে ১০টায়ও তারা ঘুম থেকে না উঠলে পাশের বাড়ির লোকজন ডেকে দেয়। এসময় রহিমা কোনোমতে দরজা খুলে দেয়।

এরপর দ্রুত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে ফজিলা আক্তারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর রহিমা আক্তারেরও মৃত্যু হয়।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম ঢাকা পোস্টকে বলেন, বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত জানতে চমেক হাসপাতালে টিম পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুই বোনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এমজে