জাহাজের কনটেইনারে চট্টগ্রাম থেকে মালয়েশিয়া বাংলাদেশি কিশোর
চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মালেশিয়ার কেলাং বন্দরে যাওয়া একটি খালি কনটেইনার থেকে এক বাংলাদেশি কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে ওই কিশোরকে উদ্ধার করা হয়। পরে তাকে মালেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া ওই কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়ে ওই কিশোর সেখানে পৌঁছেছেন বলে নিশ্চিত হয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
কিশোর উদ্ধার হওয়া জাহাজটির নাম ‘এমভি ইন্টিগ্রা’। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। এক হাজার ৩৩৭টি কনটেইনার নিয়ে ১৬ জানুয়ারি জাহাজটি কেলাং বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। ওই সময় জাহাজে থাকা নাবিকেরা কোনো একটি কনটেইনারে আওয়াজ শুনতে পান। এরপর জাহাজটিকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) জেটিতে ভেড়ানো হয়। খালাসের এক পর্যায়ে একটি খালি কনটেইনার থেকে অনেকটা অসুস্থ অবস্থায় এক কিশোরকে উদ্ধার করা হয়।
এমভি ইন্টিগ্রা জাহাজের বাংলাদেশি এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক এস এম ফয়সাল বলেন, কেলাং বন্দরে পৌঁছানোর পর নাবিকরা জাহাজে থাকা কনটেইনার থেকে আওয়াজ শুনতে পান। এরপর বিষয়টি সংশ্লিষ্টদের দ্রুত অবহিত করা হয়। জরুরি ভিত্তিতে জাহাজটিকে জেটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে উদ্ধারের পর কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম সমুদ্র বন্দরের সচিব ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, মালয়েশিয়া কেলাং বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মিজানুর রহমান/এনএফ