ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় ভেজাল প্রসাধনী তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ মার্চ) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সম্প্রতি রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল এবং অননুমোদিত রং ব্যবহার করে বিভিন্ন ভেজাল প্রসাধনী তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করছে।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-২ এর উদ্যোগে ও বিএসটিআইয়ের সহায়তায় কেরানীগঞ্জ থানাধীন আটিবাজার এলাকায় ৩টি নকল ও ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পরে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে ১০ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী সামগ্রী  ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

জেইউ/এসকেডি