গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনের ঘটনা নিয়ে যা বললেন ডিসি
গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলির ঘটনার কেন্দ্রবিন্দু বিকাশ করা যায় এমন একটি দোকান থেকে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি আব্দুল আহাদ।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান থানার সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আব্দুল আহাদ বলেন, বিকেল ৪টায় আরিফ নামে এক যুবক গুলশান ডিএনসিসি মার্কেটের হাবিবের বিকাশের দোকানে যান। সেখানে গিয়ে আরিফ বেশ কয়েকটি নাম্বারে মোট ৭৫ হাজার টাকা পাঠানোর কথা বলে। আরিফের কথা অনুযায়ী হাবিব নির্দিষ্ট নাম্বারগুলোতে ৭৫ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পর আরিফের কাছে ৭৫ হাজার টাকা হাবিব চাইলে তাকে টাকা না দিয়ে বিভিন্ন বাহানা করতে থাকে সে।
আরও পড়ুন >> গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি
তিনি বলেন, আরিফ টাকা না দেওয়ায় আশপাশের ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে হাবিব তাকে আটক করে। আটক থাকা অবস্থায় সে তার সহযোগীদের বিষয়টি জানায়। আরিফের ফোন পেয়ে তার চার সহযোগী টিপু, হুমায়ুন, আব্দুল ওয়াহিদ মিন্টু, শরিফ ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলে আসার পর বিভিন্নভাবে আরিফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু টাকা পরিশোধ না করে আরিফকে ছাড়তে চায়নি হাবিব। এতে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি করে আরিফকে নিয়ে যাওয়ার জন্য মিন্টু ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে থাকা ভ্যানচালক আমিনুল গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মিন্টু আমাদের কাছে আটক রয়েছে।
এদিকে আটকের বিষয়ে গুলশান থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থলকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমএসি/জেডএস