চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে উদ্ধার করা এক বৃদ্ধের মরদেহ সাত দিনেও শনাক্ত করা যায়নি। ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে মরদেহটি ইতোমধ্যে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় দাফন করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) পুলিশ সূত্র জানায়, গত ৬ জানুয়ারি ইপিজেড থানা এলাকার পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অধীন এলজে জেটির মূল গেটের সামনে থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার পা থেঁতলানো এবং হাড় ভাঙা ছিল। তার আনুমানিক বয়স ৬০ বছর এবং উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক জানান, উদ্ধার হওয়া ওই বৃদ্ধের মাথার চুল কালো এবং দাঁড়ি হালকা পাকা ও লম্বা। কেউ যদি ওই ব্যক্তিকে শনাক্ত কররতে পারেন তাহলে ইপিজেড থানায় যোগাযোগের অনুরোধ করা হলো। 

ইপিজেড থানার এসআই আশীষ কুমার দে ঢাকা পোস্টকে বলেন, উদ্ধারের পর ওই বৃদ্ধের ময়নাতদন্ত করা হয়েছে। এরপর ডিএনএ প্রোফাইল সংগ্রহ করে পরদিন আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় অজ্ঞাতনামা হিসেবে তার  দাফন করা হয়েছে।

এসকেডি