চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আমদানি হওয়া ২২০ কনটেইনার পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এসব কনটেইনারে আদা, মাছের খাদ্য, বিভিন্ন ফল ও মাংস রয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় এসব পণ্য কনটেইনারেই পচে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত স্থায়ী আদেশবলে গঠিত ধ্বংস কমিটি গত ৪ জানুয়ারি সভা করে। এতে ২২০ কনটেইনার পণ্য ধ্বংস করে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বন্দরের ২২টি এবং বিভিন্ন অফডকের ১৯৮টি কনটেইনার রয়েছে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মাহফুজ আলম ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল (বুধবার) থেকে ধ্বংস প্রক্রিয়া শুরু হবে। প্রতিদিন ২০ থেকে ২৫ কনটেইনার ধ্বংস করা হবে। মধ্যম হালিশহর আনন্দ বাজার বেড়িবাঁধ এলাকার বে-টার্মিনাল সামনে পরিবেশ সম্মত উপায়ে পণ্যগুলো ধ্বংস করা হবে।

এসকেডি