ফায়ারিং প্র্যাকটিসে গুলিবিদ্ধ ৩ পুলিশ সদস্য
রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে ফায়ারিং প্র্যাকটিসের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কনস্টেবল মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তারা তিনজনই চট্টগ্রাম নগর পুলিশে (সিএমপি) কর্মরত রয়েছেন। এদের মধ্যে মিনু আরা নগরের আকবর শাহ থানা এবং অভি বড়ুয়া ও সুমন কান্তি বাকলিয়া থানায় কর্মরত রয়েছেন বলে জানায় পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে আহত সিএমপির তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, আহত অবস্থায় তিন পুলিশকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনই গুলিবিদ্ধ। তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী বলেন, মঙ্গলবার ট্রেনিং স্কুলে বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় নারগিস আক্তার নামে এক নারী কনস্টেবল অসুস্থ হয়ে পড়েন। তার মিস ফায়ারে তিন কনস্টেবল আহত হন।
মিজানুর রহমান/এসএম