চলছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের গণশুনানি
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের গণশুনানি শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটরিয়ামে গনশুনানি শুরু হয়। যা চলবে বিকেল পর্যন্ত।
সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষ হবে। শুনানি শেষে ৯০ কার্যদিবসের মধ্যে ফল জানানো হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি, চুক্তির বিষয়ে ভারতকে নেপালের চিঠি
এছাড়া, আজ বিদ্যুতের সঞ্চালন লাইনের ট্যারিফের ওপরও শুনানি হবে। কমিশন জানায়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) বিদ্যুতের সঞ্চালন ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাবের আবেদনের ওপর এই শুনানি হবে।
গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে পাঁচ প্রতিষ্ঠান।
আরও পড়ুন>>স্বাধীনতার ৫০ বছর ও বাংলাদেশের বিদ্যুৎ খাত
সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়।
দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকা। অর্থাৎ দাম বাড়ানোর পরও বিদ্যুতের উৎপাদন পর্যায়ে ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার।
ওএফএ/কেএ