আ.লীগ নেতার বিরুদ্ধে ৮০ লাখ টাকার সম্পদের মামলা
৮০ লাখ ৭৩ হাজার ৯৯২ টাকার সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ ডিসেম্বর) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনুসন্ধানকালে অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় ২০২০ সালের ফাইজুর রহমান ২০২০ সালের ১ জুন সম্পদ বিবরণী জারি করে দুদক। এর পর ওই বছরের ২৫ জুলাই সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। যেখানে ফাইজুর স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদের ঘোষণা দেন। কিন্তু অনুসন্ধানকালে তার স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া দুদকের অনুসন্ধানে ৩০ লাখ ৭৩ হাজার ৯৯২ টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া গেছে।
দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫০ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস হতে ৮০ লাখ ৭৩ হাজার ৯৯২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন অভিযোগে ফায়জুর রহমানের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/এসকেডি