বেশি দামে পণ্য কিনে চার্জশিটে আসামি সিভিল সার্জন
নিম্নমানের পণ্যের দাম বাড়িয়ে প্রায় ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জনসহ দুই জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান ছাড়াও অপর আসামি হলেন— ঠিকাদার ঢাকার বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।
শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানা গেছে। সিভিল সার্জন তওহীদুর সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ছিলেন।
২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে এ মামলা করেছিলেন। তিনিই এ মামলার তদন্ত করেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১৭-২০১৮ অর্থবছরে নিম্নমানের খেলাধুলার সামগ্রী কিনে ম্যাটস সাতক্ষীরার ক্ষেত্রে ২০ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা ও আইএইচটির ক্ষেত্রে ২০ লাখ ৬১ হাজার ১৫০ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এসএসএইচ/