ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা থাকার পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ হচ্ছে না। সীমান্তে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ সরকারের কোনো ব্যর্থতা নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, সীমান্তে একজন ব্যক্তিও যেন না মারা যায় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সীমান্তে কোনো লোক যেন নিহত না হয় এ বিষয়ে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়।

সর্বশেষ শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট অংশে জৈনউদ্দিন নামে একজন যুবক বিএসএফের গুলিতে নিহত হয় বলে অভিযোগ ওঠে।

জৈনউদ্দিন নামে সেই যুবকের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে গণমাধ্যমগুলোকে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আপনাদের দেখতে হবে কেন ওই লোকটা মরল। ওটাও আপনারা খুঁজে দেখেন।

এনআই/কেএ