হিজরতের নামে ঘর ছাড়া ৯ জনকে পরিবারে ফিরিয়ে দিচ্ছে র্যাব
জঙ্গিবাদ ও কথিত হিজরতের নামে গৃহত্যাগ করা ৯ তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে র্যাব।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, নতুন কোনো জঙ্গি সংগঠনে তারা উদ্বুদ্ধ হয়নি। বিভিন্নভাবে ধর্মীয় অপব্যাখ্যায় তারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সময় হিজরতের নামে ঘর ছাড়ে। বিষয়টি জানার পর থেকে দীর্ঘ সময় ধরে লেগে থেকে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে নয় তরুণ-তরুণীকে উদ্ধার করে র্যাব হেফাজতে নেওয়া হয়।
কমান্ডার মঈন বলেন, আমরা তাদের র্যাব ম্যান্ডেটের আলোকে ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে কাল ফিরিয়ে দিচ্ছি।
র্যাব মহাপরিচালক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
জেইউ/জেডএস