মেট্রোরেলে ওঠানামায় থাকছে আধুনিক সুযোগ-সুবিধা। প্রতিটি স্টেশনে থাকছে দুটি লিফট, দুটি এস্কেলেটর ও দুটি সিঁড়ি। প্রতিটি স্টেশনে একটি কক্ষে প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম থাকবে।  

প্রতিটি স্টেশনে একাধিক ডিজিটাল মনিটর থাকছে। তাতে ট্রেনের অবস্থান দেখা যাবে। স্টেশন হকার ও কুলিমুক্ত থাকবে।

আরও পড়ুন>> মেট্রোরেলের টিকিট কাটবেন কীভাবে

যাত্রীদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য বিআরটিসি বিশেষ বাস চালু করছে। আগারগাঁও থেকে মতিঝিলের পথে ২০টি দ্বিতল বাস চলবে। হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত। 

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। পুরো প্রকল্পের কাজ শেষ হলে ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত। তখন ওই দূরত্বের ভাড়া হবে সর্বোচ্চ ১০০ টাকা।

জেডএস