রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বলে মনে করছে রাশিয়া। গত বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। আজ রোববার ঢাকার রুশ দূতাবাস মারিয়া জাখারোভার ব্রিফিংটি প্রচার করে।

ব্রিফিংয়ে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, শাহীনবাগে মা‌র্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস‌কে ঘিরে ধরার যে চেষ্টা হয়েছিল, তা প্রত্যাশিত। রাষ্ট্রদূতের শাহীনবাগে যাওয়াটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেষ্টার শামিল। রাষ্ট্রদূত বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্রমেই দেশ‌টির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছেন।

আরও পড়ুন : পিটার হাস ইস্যু: সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র

এর আগে গত মঙ্গলবার রাশিয়া দূতাবাস তাদের ফেসবুক পেজে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে আরেকটি  বিবৃতি প্রচার করেছিল। এর এক দিন পর বুধবার ওই বিবৃতি নিয়ে পাল্টা একটি টুইট করে ঢাকার মার্কিন দূতাবাস। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার রুশ দূতাবাস টুইটারে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য ক‌রে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সকালে মার্কিন রাষ্ট্রদূত নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। সকাল ৯টা ৫ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন তিনি। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন : পিটার হাসের ঘটনায় পরদিনই উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র!

সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামে একটি সংগঠন। ওই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন পিটার হাস। বৈঠকে রাষ্ট্রদূত তার ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।  

সব‌শেষ, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলা‌দে‌শের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে আলাপ ক‌রেন। সেই আলাপে শেরম্যান ঢাকায় দেশ‌টির দূতাবাসের কর্মীদের নিরাপত্তায় জোর দেওয়ার বার্তা দেন।

এনআই/এসকেডি