রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা আব্দুল হাকিমসহ ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে টিকাটুলিতে র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরিফ মহিউদ্দিন বলেন, কমলাপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা মো. আব্দুল হাকিম। আব্দুল হাকিম তার সহযোগীদের নিয়ে রেলস্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে। এছাড়াও অনলাইনেও টিকিট সংগ্রহ করে থাকে তারা। এরপর ট্রেন ছাড়ার ৩/৪ ঘণ্টা আগে টিকিটগুলো  বেশি দামে বিক্রির তৎপরতা শুরু করে। ট্রেন ছাড়ার সময় যতে এগিয়ে আসে তাদের টিকিটের দামও তত বাড়তে থাকে। সময়-সুযোগ বুঝে তারা টিকিটের দাম আরও বাড়িয়ে দেয়।

আব্দুল হাকিম ছাড়া বাকি যাদের আটক করা হয়েছে তারা হলেন- জয়নাল আবেদীন (৫৯), মো. শামীম ওরফে সম্রাট (২৭), মো. আব্দুল জলিল (১৯), খোকন মিয়া (৫৫), মো. উজ্জল ভূইয়া (৩৩)।  

ঈদের সময়ে এই চক্রের সদস্যরা ৫০০ টাকার টিকিট ২ হাজার টাকাতেও বিক্রি করেছে বলে জানান আরিফ মহিউদ্দিন। 

এমএসি/এনএফ