সড়ক দুর্ঘটনায় আহত বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনিসুজ্জামান তুহিন (৩২) মারা গেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনিসুজ্জামান তুহিনের চাচা মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ১৪ ডিসেম্বর বরগুনার কড়ায়তলী নামক স্থানে মোটরসাইকেলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তুহিন। পরে খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ সকালে সে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, তুহিন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এসএএ/কেএ