ছুটির দিনে চিড়িয়াখানায় শিশুদের মেলা
ঢাকায় শিশুদের বিনোদনের প্রধান কেন্দ্র ছিল শাহবাগের ঢাকা শিশু পার্ক। দীর্ঘ সময় নির্মাণকাজের জন্য সেটি বন্ধ থাকায় তারা এবার ভিড় জমিয়েছে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। বাবা-মায়ের সঙ্গে তারা ছুটির দিনে বিভিন্ন প্রাণী দেখে দারুণ মজার সময় কাটিয়েছে তারা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় চিড়িয়াখানা ঘুরে ও তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
একদিকে সাপ্তাহিক বন্ধ ও অন্যদিকে মহান বিজয় দিবস। দুই ছুটি এক সঙ্গে হওয়াতে মিরপুরের চিড়িয়াখানা ছিল কানায় কানায় পূর্ণ।
মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিড়িয়াখানা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চিড়িয়াখানায় প্রায় ৫০ থেকে ৫৫ হাজার দর্শনার্থী প্রবেশ করেছেন।
মোহাম্মদপুর থেকে পরিবার ও পরিবারের ছোট সদস্যকে নিয়ে ঘুরতে এসেছিলেন রফিকুল ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, চাকরির জন্য পরিবারকে ঠিকমতো সময় দেওয়া হয়ে ওঠে না। আজ একটু সময় বের করতে পেরেছি। তাই ওদের নিয়ে ঘুরতে এসেছি।
আরও পড়ুন : বিজয় দিবসে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সিতে আনন্দ ভ্রমণ
ওই পরিবারের ৮ বছর বয়সী ছোট সদস্য সিয়াম ভাঙা কণ্ঠে ঢাকা পোস্টকে বলেন, আমি এখানে বাঘ দেখেছি, হরিণ দেখেছি। আমার ভালো লেগেছে।
হেমায়েতপুর থেকে এসেছিলেন জাকিয়া ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, কাজের চাপে কোথাও যাওয়ার সুযোগ হয় না। আজ একটু সুযোগ পেয়েই এখানে এসেছি ছেলেকে নিয়ে। ওরও ভালো লেগেছে। ওর ভালো লাগা দেখে আমারও ভালো লেগেছে। আজ চিড়িয়াখানায় অনেক মানুষ ছিল। চিড়িয়াখানা আগের চেয়ে পরিষ্কার দেখা গেছে।
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউর রহমান জানান, চিড়িয়াখানা ঘুরতে এসে বিগত দিনের তুলনায় আজ হারানোর সংখ্যা কম ছিল। মাত্র ২ জন হারিয়েছিল, প্রত্যেককেই খুঁজে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মুজিবুর রহমান বলেন, শুক্রবার ও বিজয় দিবসের ছুটি থাকায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় ছিল। আজ ৫০ থেকে ৫৫ হাজার মানুষ চিড়িয়াখানায় প্রবেশে করেছেন। আমাদের কর্মীরা তাদের নিরাপত্তায় তৎপর ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এমএইচএন/এসকেডি