চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি
রাজধানীর পল্টনে গ্লোরি পরিবহন বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দেলোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
দেলোয়ারের ভাগনে নাহিদ ঢাকা পোস্টকে জানান, আমার মামা নারায়ণগঞ্জ থেকে গ্লোরি পরিবহনে ঢাকায় আসার পথে পল্টনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। তবে প্রতারক চক্রটি তার কাছ থেকে কিছুই নিতে পারেনি। মামাকে পরে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে, তার পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, আমি এবং আমার ভাই (মোমেন) মালয়েশিয়া যাব। আজ রাত একটার দিকে আমাদের ফ্লাইট। ট্রাভেলস এজেন্সিতে আমাদের কিছু কাজ থাকায় মামাকে নিয়ে পল্টনে যাচ্ছিলাম। আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তির জন্য পাঠিয়েছেন চিকিৎসক।
এসএএ/এফকে