রাজধানীর মতিঝিলের কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে রাত সাড়ে বারোটার দিকে কমলাপুরের আল-ইনসাফ আবাসিক হোটেলের চারতলার একটি রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা ওই হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি নিহত ব্যক্তি গত ৭ তারিখে ওই হোটেলে উঠেন। সিসি ফুটেজে তাকে প্রবেশ করতে দেখা যায় হোটেলে। কীভাবে তিনি মারা গেলেন সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাগিনা ফয়েজ বলেন, আমার মামা কমলাপুরে হকারি করতো। অনেকদিন গ্রামের বাড়িতে যায় না। মামা ৭ তারিখে ওই হোটেলে ওঠেন। সিসি ফুটেছে দেখা যায় রাত দশটায় হোটেলে প্রবেশ করেন। আমার মামা দরজা না খোলায় পুলিশকে খবর দিলে দরজা ভেঙে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কলচমা গ্রামে। তিনি ওই এলাকার শফিউল্লাহর সন্তান।

এসএএ/এসএম