সুন্দরবন স্কয়ার মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে বাধা নেই

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট/ ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৩৪ দোকান উচ্ছেদে হাইকোর্টের স্থিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

এর ফলে মার্কেটটির ৩৪ দোকান উচ্ছেদে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত ১৭ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার মার্কেটের নকশাবহির্র্ভূত অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মার্কেটটির ৩৪ জন দোকান মালিক উচ্ছেদ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। হাইকোর্ট উচ্ছেদে স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদ বলেন, মার্কেটটিতে ৬৮৯টি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। মার্কেটের সিঁড়ি, চলার পথ, লিফট এবং টয়লেটের জায়গা দখল করে এসব দোকান বানানো।   

এমএইচডি /এসআরএস