ডিএসসিসি'র নতুন সিইও মো. মিজানুর রহমান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. মিজানুর রহমান।
রোববার (০৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তথ্য জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিনকে প্রেষণে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছরের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার (ব্যবসা-বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এসএইচআর/এফকে