জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপির বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণকালে ছাত্রলীগের হামলায় আহত দুই কর্মীকে ঢাকা মেডিকেলে কলেজে (ঢামেক) চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। 

আহতরা, হলেন মনির (৩১) ও রকি(২৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক এসআই আবু নাঈম। 

তিনি ঢাকা পোস্টকে বলেন, বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণকালে হামলায় আহত দুই বিএনপি কর্মীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে। 

তারা আটক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতনরা বলতে পারবেন। আমি কিছু বলতে পারব না।  

এসএএ/এসকেডি