নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

বুধবার (১৬ নভেম্বর) মিশ‌রের শার্ম এল-শেখে কপ-২৭ এর সাইডলাইনে অনু‌ষ্ঠিত বৈঠ‌কে এ সহ‌যো‌গিতা বাড়া‌তে সম্মত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্কটিশ পরিবেশ ও ভূমি সংস্কার মন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান। 

বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাত বিস্তৃত করতে হাইড্রোজেন ও অফশোর বায়ু শক্তির সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। তি‌নি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত সমস্যার কথাও তু‌লে ধ‌রেন। 

মোমেন গত বছ‌রের নভেম্বরে গ্লাসগোতে কপ-২৬ আয়োজনের জন্য স্কটিশ সরকারকে ধন্যবাদ জানান। 

বৈঠকে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

এনআই/এসকেডি