ঢামেক থেকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. সজিব (২৪) নামে এক চোরকে আটক করেছে আনসার সদস্য। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ফোনটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চুরি যাওয়া মোবাইল ফোনের মালিক ফাইজুল হক ঢাকা পোস্টকে বলেন, আমি মুন্সীগঞ্জ থেকে আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্য ঢাকা মেডিকেলে এসেছি। সকালে আমি আমার মেয়েকে একটু হাঁটাহাঁটি করানোর সময় ওয়ার্ড থেকে বাইরে বের হই। আমার মেয়ে ৮০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। মোবাইলটি বেডেই রাখা হয়েছিল। পরে সজীব নামে ওই চোর মোবাইলে পালানোর সময় ওয়ার্ডের লোকজন তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে আমার মোবাইলটি পাওয়া যায়। এরপর আনসার সদস্যরা তাকে ধরে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।
ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ ঢাকা পোস্টকে বলেন, আমার খবর খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, এর আগেও আমরা কয়েকবার এই চোরকে ধরেছিলাম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আনসার সদস্যরা আমাদের কাছে একজন মোবাইল চোরকে আটক করেছে। পরে আমরা শাহবাগ থানায় ওই চোরকে হস্তান্তর করেছি।
এসএএ/এমএ