ঢাকা-কুমিল্লা মহাসড়কে ১৩৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
ঢাকা-কুমিল্লা মহাসড়কে কাভার্ডভ্যানে করে অভিনব কায়দায় ১৩৬ কেজি গাঁজা পাচারকালে চক্রের মূলহোতা মো. মনির হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
বিজ্ঞাপন
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গভীর রাতে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কাভার্ডভ্যানের ভেতরে বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৩৬ কেজি গাঁজা, একটি মোবাইল ও একটি কাভার্ডভ্যানসহ মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা হাজীপাড়ার মো. কাউসার মোল্লার ছেলে।
তিনি দীর্ঘদিন নিজ হেফাজতে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে—বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
জেইউ/কেএ