মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান দুই নম্বর রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সালমান (১৯) নামের এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত সালমানের স্ত্রী পাখি আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী পেশায় একজন রাজমিস্ত্রি। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান একতা গলি দুই নম্বর রোড এলাকা দিয়ে আসার সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে। পরে আমার স্বামীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর বুকে ছুরিকাঘাত করে পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও জানান, মাত্র তিন মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আমরা বর্তমানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে থাকি। আমাদের বাড়ি রংপুর জেলায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মোহাম্মদপুর থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমএ