রংপুর সিটিতে অনিয়ম করলে কোনো ছাড় দেবো না : ইসি রাশেদা
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করবো। ভোট সুন্দর করতে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। যতখানি করা সম্ভব তার সবটুকুই চেষ্টা হবে।
বুধবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
বিজ্ঞাপন
তিনি বলেন, রংপুর সিটি নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ করবো যেন ভোটাররা এসে ভোট দিতে পারে। কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটিতে সিসি ক্যামেরা ব্যবহার করবো।
তিনি আরও বলেন, রংপুরের নির্বাচন সুন্দর করার চেষ্টা করবো। অবশ্যই চাইবো ভোটাররা যেন নিজের ভোট নিজেই দিতে পারেন। নির্বাচন ব্যাহত করে এমন বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মনিটরিং করার ক্ষেত্রে কোনো দায়িত্বে অবহেলা করবো না। আমরা রংপুর যাবো। যতখানি আমাদের করা সম্ভব তার সবটুকুই করবো।
তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি।
২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।
এসআর/এসএম