রাজধানীর মিরপুরের জাহানারা বেড়িবাঁধ এলাকায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় লেগুনা থেকে পড়ে অজ্ঞাত (১২) এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা লেগুনার হেলপার শামীম ঢাকা পোস্টকে বলেন, সকালে জাহানারা বেড়িবাঁধ সংলগ্ন লেগুনা স্ট্যান্ড থেকে লেগুনায় উঠে সে। সিট না পাওয়ায় পেছনে ঝুলে যাচ্ছিল। পরে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী বালুভর্তি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রূপনগর থানাকে জানিয়েছি।

এসএএ/এসএসএইচ