রাজধানীর গুলিস্তানে আসিয়ান পরিবহন বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. হাসান (৫০) নামের এক ব্যক্তি। এ সময় তার কাছে থাকা নগদ ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে প্রতারক চক্রটি।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আসা হয়। এরপর পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা জানতে পেরেছি ডেমরা সারুলিয়া থেকে আসিয়ান পরিবহনে চড়ে গুলিস্তান আসছিলেন মো. হাসান নামের ওই ব্যক্তি। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু খাইয়ে তাকে অচেতন করে। এ সময় তার কাছে থাকা ১৮ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে গুলিস্তান সেন্ট্রাল মসজিদের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর প্রথমে তার পাকস্থলী ওয়াশ করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৭০১ নম্বর কক্ষে ভর্তি করা হয়। 

এসএএ/কেএ