আপনি যে যন্ত্রণা ফেইস করছেন, আমিও সেটাই করছি
যানজট ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনি যে যন্ত্রণা ফেইস করছেন, আমিও সেটাই করছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমারই সচিবালয়ে আসতে ১৫ মিনিট দেরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ঢাকায় তীব্র যানজট। তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করতো তাহলে এত যানজট হতো না। ৬০ শতাংশ যানজট এই ট্রাফিক পুলিশের কারণে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি এভাবে টাফিকের ওপর যদি চড়াও হয়ে যান, আপনারা যেগুলো যানজট সৃষ্টি করেন, এখানে তো সে বিষয়ে কিছু বলেননি।’
এই কিছুক্ষণ আগে যুবদল যে জটটা সৃষ্টি করেছে এই এলাকায়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী; আমারই আসতে অন্তত ১৫ মিনিট দেরি হয়েছে। আপনি দেখছেন মেট্রোরেল, আপনি দেখছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এগুলো আসছে খুব সহসাই। আপনি কি বলবেন, আমিও তো ভুক্তভোগী। কাজেই আপনি যে যন্ত্রণাটা ফেইস করছেন, আমিও সেই যন্ত্রণাটা ফেইস করছি।
তিনি বলেন, মেট্রোরেলের জন্য বড়-বড় রাস্তা অনেকগুলো অকেজো হয়ে আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েও ঠিক সেভাবেই আছে। আর আমাদের ঢাকা শহরে আরও বেশি রাস্তার প্রয়োজন, যেটা আমরা এখনো তৈরি করতে পারিনি। আপনারা সবাই জানেন, আধুনিক শহরের জন্য অন্ততপক্ষে ২৫ শতাংশ রাস্তা দরকার। আমাদের আছে সাড়ে আট শতাংশ। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা রয়েছে।
এসএইচআর/জেডএস