জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কুইক রেসপন্স টিম
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিরতিহীন বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলোর জলাবদ্ধতা অনেকাংশে কমে এলেও বিভিন্ন এলাকায় অলিগতিতে এখনও জলবদ্ধতা রয়ে গেছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর গড়িয়ে গেলেও রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধ অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, গ্রিন রোড, পশ্চিম তেজতুরী বাজার, জিগাতলা, পুরান ঢাকা, মালিবাগ, বাড্ডা, বসুন্ধরা, বনশ্রী, খিলক্ষেত, উত্তরখান, কালশি, দক্ষিণখান, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বিভিন্ন এলাকার কিছু কিছু অলিগলিতে এখনও জলাবদ্ধ অবস্থা দেখা গেছে। ফলে ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে এসব এলাকাবাসীকে।
জলাবদ্ধতার সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, প্রকৌশল বিভাগের বরাত দিয়ে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেসব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে। কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সড়কে গাছ ভেঙে পড়া কার্যক্রমের সার্বিক পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এএসএস/জেডএস