ঘূর্ণিঝড় সিত্রাং : খেপুপাড়ায় ২৯৪, ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। রাজধানী ঢাকায়ও ভারী বর্ষণ হচ্ছে বিকেল থেকে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজধানীতে রাতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
সুলতানা আফরোজ বলেন, আবহাওয়ার রাতের পূর্বাভাসের সময় একসঙ্গে বৃষ্টিপাতের তথ্য দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়. ২৯৪ মিলিমিটার। এছাড়া পটুয়াখালীতে ২৫৩ মিলিমিটার, ভোলায় ২৪৪ মিলিমিটার, বরিশালে ২৬০ মিলিমিটার, মোংলায় ২১৯ মিলিমিটার এবং খুলনায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের ধারা আজ রাতেও অব্যাহত থাকবে।
এসআর/এসকেডি