বন্ধঘোষিত গাইবান্ধা-৫ আসনের ভোটে অনিয়ম তদন্তে আরও তিনদিন সময় চায় তদন্ত কমিটি। নির্ধারিত সাত কার্যদিবসে নিজেদের তদন্ত কাজ শেষ করতে না পারায় তিনদিনের সময় চেয়ে কমিশনের কাছে আবেদন করেছে তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির প্রধান অশোক কুমার দেবনাথ এ কথা জানিয়েছেন। 

এর আগে গাইবান্ধা ভোটের অনিয়ম তদন্তে গত বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি)। সাত কর্মদিবসের মধ্যে কমিশনে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। 

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, তদন্ত প্রতিবেদনটা আমরা শেষ করতে পারিনি। তিন দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছি। ফাইল পাঠানো হয়েছে। 

কমিশন সময় বাড়ানোর আবেদন অনুমোদন করেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা হয়েছে অনুমোদন দেবে মনে হয়।  

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে সভাপতি করে গঠিত এ কমিটির অপর দুই সদস্য হলেন ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সবগুলো কেন্দ্র সিসি টিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবনে বসে মনিটরিং করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চারঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্রে ভোট বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড়ঘণ্টা আগে এ ভোট বন্ধ ঘোষণা করা হয়।  

আরও পড়ুন : ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে : সিইসি

ভোট বন্ধের ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন। এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই কমিটি করে আউয়াল কমিশন। 

উল্লেখ্য, গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এসআর/এনএফ