ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার
ধানমন্ডির লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শাহাদাতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শাহাদাত হোসেন মজুমদার পেশায় মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। জানা গেছে, প্রতিদিনের মতো রাতে তিনি ধানমন্ডি লেকে হাঁটতে আসেন। গতকাল রাতে তার পরিবার তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি।
নিহতের শরীরে চারটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
এসএএ/এমএইচএস