রাজধানীর রমনায় কাকরাইল মসজিদের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অলিউল্লাহ মোল্লা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, আজ রাত সোয়া দশটার দিকে কাকরাইল মসজিদের সামনের রাস্তায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অলিউল্লাহ মোল্লা গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি কাকরাইল মসজিদে তাবলিগ জামাতে এসেছিলেন। দুর্ঘটনাস্থলে তাবলিগের পোশাক ভরা একটি ব্যাগ পাওয়া গেছে। 

অলিউল্লাহর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নোয়াপাড়া গ্রামে বলে জানা গেছে।

এসএএ/আরএইচ