কেউ গাইছেন গান, আবার কেউ কবিতা পাঠ করছেন। অন্যদিকে শিশুদের ছোট ছোট গ্রুপ এক সঙ্গে হয়ে দৌড়াদৌড়িতে ও খেলাধুলায়া মেতে উঠেছে। 

এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের মুক্ত মঞ্চে মোটু-পাতলু কার্টুনের দুই প্রধান চরিত্রের সাজে শিল্পীরা আসেন। মোটু-পাতলু আসার পর শিশুরা এক দৌড়ে চলে আসে মুক্ত মঞ্চে। সেখানে বিভিন্ন গানের তালে তালে নাচে মেতে ওঠে শিশুরা।

শনিবার (১৫ অক্টোবর) সকালে এভাবেই গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে জুম বাংলাদেশ পথশিশু উৎসবে আনন্দে মেতে ওঠে পথশিশুরা। জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা পোস্ট। 

রাজধানীর বিভিন্ন এলাকায় জুম বাংলার ইয়ুথ ফাউন্ডেশন পরিচালিত স্কুলগুলো থেকে সকাল থেকেই পথশিশুদের নিয়ে আসা হয় পার্কে। নাস্তার পর্ব শেষে মুক্ত মঞ্চে শুরু হয় কবিতা পাঠ ও একক সংগীত পরিবেশনের অনুষ্ঠান। পরে বেলা ১১টা থেকে মুক্ত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পর শিশুরা আনন্দে মেতে ওঠে।

উৎসবে অংশ নেওয়া শিশু মনি আক্তার জান্নাত বলে, আমি জুম বাংলার কমলাপুর স্কুলে পড়ি। স্যাররা আজ আমাদের এখানে নিয়ে এসেছে। খুব ভালো লাগছে। আমরা সকালে এক সঙ্গে খেয়েছি। 

মোটু-পাতলুকে দেখে খুব খুশি হয়েছে জুম বাংলার হাইকোর্টের মোড়ের স্কুল থেকে আসা সিয়াম। সিয়াম বলে, মোটু-পাতলুর কার্টুন আগে টিভিতে কিংবা মোবাইলে দেখেছি। আজ প্রথম সরাসরি মোটু-পাতলুর সাথে খেলা করেছি, হাত মিলিয়েছি। আমার খুব ভালো লাগছে, স্যাররা বলেছেন আজ সারাটা দিন আমরা খেলাধুলা করব। 

জুম বাংলার শিক্ষা প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে আমাদের স্কুলে পড়া পথ শিশুদের নিয়ে মূলত আজকের দিনটিকে আমরা উদযাপন করছি নানাভাবে। পথশিশুরা সাধারণত খেলাধুলা বা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পায় না। আজকের এই দিনে আমরা তাদের এই সুযোগটাই দিতে চাই এবং তারা যেন প্রাণভরে খেলাধুলা করতে পারে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারে।

তিনি আরও তারা আজ দিনভর বিভিন্ন খেলাধুলা করবে, সিসিমপুরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও তারা খেলাধুলা করবে এবং বিভিন্নভাবে খেলার ছলে বিভিন্ন কিছু শিখবে। আমাদের মূল অনুষ্ঠানটি আসলে বিকেল ৩টা থেকে শুরু হবে। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের নিয়ে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন চলবে।

এমএসি/এনএফ