অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
রাজধানীর এয়ারপোর্ট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আলাউদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।
বিজ্ঞাপন
উদ্ধার করে নিয়ে আসা আলাউদ্দিনের সহকর্মী রাইয়ান হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে অফিসের কাজে বনানী গিয়েছিলেন তিনি। সেখান থেকে টাকা নিয়ে নিকুঞ্জের অফিসে সিএনজি অটোরিকশাযোগে ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসা। তার সঙ্গে ১ লাখ ১৮ হাজার টাকা ছিল। প্রতারক চক্র ওই টাকা নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আলাউদ্দিন যে সিএনজি অটোরিকশাযোগে এয়ারপোর্ট গিয়েছিলেন সেই অটোরিকশার চালক জানিয়েছেন, তার (আলাউদ্দিন) সঙ্গে আরও দুইজন ব্যক্তি গাড়িতে উঠেছিলেন। আমরা ধারণা করছি, আলাউদ্দিনের সঙ্গে থাকা দুই ব্যক্তিই হয়ত তাকে অজ্ঞান করে পুরো টাকা নিয়ে পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ওই ব্যক্তির মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা চলছে।
এসএএ/এসকেডি