লিফলেট হাতে রুপা/ ছবি: ঢাকা পোস্ট

মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টা। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন পরীক্ষার্থীরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া শাখায় দেশের দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে লিফলেট, মাস্ক এবং কলম ও পেন্সিল বিক্রি করছে এক শিশু।

নাম শামসুন্নাহান রুপা। পরীক্ষার্থীদের কেউ তার কাছ থেকে নিচ্ছেন কলম, কেউ নিচ্ছেন মাস্ক আবার কেউবা লিফলেট। তবে কলম ও মাস্কের চেয়ে বেশি বিক্রি হচ্ছে বিআরটিএ-এর লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সহায়ক লিফলেট।

লাইনে দাঁড়িয়ে থাকা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে আসাদের কাছে বিআরটিএর লিফলেট পাঁচ টাকা, কলম ১০ ও মাস্ক ১০ টাকা করে বিক্রি করছেন। কেউ কেউ লিফলেট কিনতে দামাদামি করছেন। রুপা বলছে, ‘না একদাম ৫ টাকা। ভাইয়া একদাম পাঁচ টাকা’।

বিআরটিএ-এর ইকুরিয়া শাখার কর্মচারীরা বলেন, রুপা দুই বছর ধরে পরীক্ষা দিতে আসা লাইসেন্সপ্রত্যাশীদের কাছে লিফলেট ও কমলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রি করে। বাবাহীন মেয়েটির এই অর্থে দিয়ে চার সদস্যের পরিবার চলে।

ঢাকা পোস্ট-কে রুপা বলে, প্রতিদিন ৫০০-৬০০ টাকার লিফলেট, কলম ও মাস্ক বিক্রি হয়। এখান থেকে যে আয় হয় তা দিয়ে আমাদের সংসার চলে। এখানে আমি আর ছোট ভাই লিফলেট বিক্রি করি।

বাসায় মা ও আরেকটি ছোট ভাই আছে রুপার। বাবাহীন চার জনের সংসারটি লিফলেট বিক্রি করে চালাতে হয়।

এমআই/এফআর