শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। শনিবার বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের এমডি মো. মনির আহমেদ (৫১) ও তার সহযোগী মো. সাইফুল ইসলাম। 

রোববার (৯ অক্টোবর) দুপুরের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, অধিক লাভের প্রলোভনে আহমদিয়া ফাইন্যান্সে গ্রাহকরা টাকা জমা রাখার পর কয়েক মাস পর্যন্ত নিয়মিত লভ্যাংশ পেতেন। পরবর্তীতে প্রতারকরা তালবাহানা করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতিষ্ঠান বন্ধ করে উধাও হয়ে যায়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লাভের আশায় রাখা গ্রাহকদের সঞ্চয়ের টাকা এ প্রতারক চক্র আহমেদিয় অ্যাপার্টমেন্ট অ্যান্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। এ ঘটনায় ডিএমপির কাফরুল থানায় একটি প্রতারণার মামলা হয়।  

এদিকে দুই প্রতারককে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত সঞ্চয়কারীদের মধ্যে অনেকেই ডিবি কার্যালয়ের সামনে আসেন৷

তাদের একজন মো. জলিল, পেশায় তৈরি পোশাক কারখানার শ্রমিক। তিনি বলেন, দুই দফায় দেড় লাখ টাকা সঞ্চয় রেখেছিলাম এ কোম্পানিতে। কিন্তু লাভের টাকা পেয়ে মূল টাকা চাইতে গেলে তারা আমাকে হুমকি-ধমকি দিয়ে ঘাড় ধরে বের করে দেয়৷ আমার দুই মেয়ে অসুস্থ, তাদের চিকিৎসা করাতে পারছিলাম না। উপায় না পেয়ে তাদের কাছে মেয়ের চিকিৎসা করানোর জন্য ৩০ হাজার টাকা চেয়েছিলাম হাতে-পায়ে ধরে তবুও তাদের মন গলেনি। চিকিৎসার অভাবে আমার একটা মেয়ে মারাই গেছে।

এমএসি/এসকেডি