চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি এলাকায়  দুর্বৃত্তের গুলিতে আনু মিঞা নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার খরনা ইউনিয়নের আত্তারকাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। 

নিহত আনু মিঞা পটিয়া  উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কালা মিঞার পুত্র। তিনি দিনমজুরের কাজ করতেন।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, সকালে আনু মিঞা অন্য শ্রমিকদের সঙ্গে  কাজ করতে পাহাড়ে যান। সেখানে পাহাড়ের আত্তারকাটা স্পটে পৌঁছালে মুখোশ পরিহিত দুর্বৃত্তের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তারা পাহাড়ি সন্ত্রাস। 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

কেএম/এমএ