বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ জানতে তদন্ত শুরু করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) গঠিত কমিটি।  

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ও তদন্ত কমিটির প্রধান মো. ইয়াকুব ইলাহী চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, জাতীয় গ্রিড বিপর্যয়ের সম্ভাব্য কারণ এবং ঠিক কোথা থেকে বিপর্যয়ের শুরু তা শনাক্তে আজ (বুধবার) সকাল থেকে আমরা তদন্ত শুরু করেছি।   

তিনি আরও বলেন, এখানে গ্রিড সিস্টেমের অনেক প্রযুক্তিগত সমস্যা জড়িত, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হয়তো সময় লাগতে পারে। 

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার ছয় ঘণ্টার বেশি সময় বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো।

তবে কেন জাতীয় গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।  

দেশের বিভিন্ন স্থানে থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে জাতীয় গ্রিডের মাধ্যমেই সারা দেশে বিদ্যুৎ সঞ্চালন করা হয়ে থাকে।

এর আগে ২০১৭ সালের মে মাসে বাংলাদেশে একবার বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। 

এনএফ